Multiple Indicator Cluster Survey (MICS6-2019) এর খুলনা বিভাগের ১০টি জেলার ১০০ জন লিস্টিংকারী (প্রতি ০৫টি cluster এর জন্য একজন) এবং প্রতিটি জেলায় ০১ জন করে ১০টি জেলার ১০ জন সুপারভাইজার এর প্রশিক্ষণ ০২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। খুলনা জেলায় (বাগেরহাট, নড়াইল,সাতক্ষীরা,খুলনা এবং যশোর)প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আগামী ০৫/০৯/২০১৮ খ্রি. তারিখ সকাল ৯:০০ ঘটিকায় কারিতাস মিলনায়তন,খুলনা।পক্ষান্তরে,ঝিনাইদহ জেলায় (কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং মাগুরা) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আগামী ০৬/০৯/২০১৮ খ্রি. তারিখ সকাল ৯:০০ ঘটিকায়।
ছবি
ফাইল
প্রকাশনের তারিখ
২০১৮-০৯-০৩
আর্কাইভ তারিখ
২০২২-০৯-০৩